Logo
×

Follow Us

বাংলাদেশ

ধর্ষণ থেকে বাঁচতে পুরুষাঙ্গ কেটে দিলেন নারী

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২২, ১৪:৩৭

ধর্ষণ থেকে বাঁচতে পুরুষাঙ্গ কেটে দিলেন নারী

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে ধর্ষণ থেকে বাঁচতে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বিধবা নারী (৪০)। 

গতকাল সোমবার (৩০) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই এলাকার ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, আহত ব্যক্তি ও ভুক্তভোগী নারী দুইজনই প্রতিবেশী। গতকাল রাতে দুইজনের চিৎকার শুনে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে আহত ব্যক্তির অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিধবা নারী বলেন, ‘আমার স্বামী মারা গেছে দুই বছর হলো। আমার দুই ছেলে ও এক মেয়ে। এক ছেলে ও মেয়েকে বিয়ে দিয়েছি। তারা সবাই ঢাকায় থাকে। অনেক আগে থেকে এই ব্যক্তি আমাকে বিরক্ত করত। স্থানীয় প্রধানদের অনেকবার বলেছি। সোমবার রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হই। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আমাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে মারধর করে। গলায় কামড়ে ও টিপে ধরে মেরে ফেলার চেষ্টা করে। কোনো উপায় না দেখে অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়েছি।’

অন্যদিকে আহত ব্যক্তি বলেন, ‘আমাকে ফোনে ডেকে নিয়ে যায়। বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে ধরে পুরুষাঙ্গ কেটে দেয়।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫