র্যাব পুনর্গঠনে উঠতে পারে নিষেধাজ্ঞা : পিটার হাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২২, ১৪:৩৮

প্রেসক্লাবে ডিক্যাব টকে কথা বলছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত
অভিযোগের সুরাহায় সুনির্দিষ্ট ব্যবস্থা ও জবাবদিহি ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। তবে র্যাব পুনর্গঠনে উঠতে পারে নিষেধাজ্ঞা। এছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে কোনো নিষেধাজ্ঞা দিতে চায় না যুক্তরাষ্ট্র।
আজ মঙ্গলবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
তিনি বলেন, আমরা র্যাবকে সন্ত্রাসবাদ মোকাবেলায় কার্যকর একটি বাহিনী হিসেবে দেখতে চাই। তবে তাদের মৌলিক মানবাধিকারও মেনে চলতে হবে।
এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার সমুন্নত রাখা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রে রয়েছে। সে কারণে মানাবাধিকার রক্ষায় আমরা কোনো প্রকার ছাড় দেই না।
যুক্তরাষ্ট্র বাংলাদেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলেও জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এসময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দেন তিনি।
এসময় ডিক্যাবের সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য রাখেন।