Logo
×

Follow Us

বাংলাদেশ

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১০:৪২

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

যশোরের ম্যাপ।

যশোরের ঝিকরগাছা উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ইলিয়াস হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার চন্দ্রপুর গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ইলিয়াস ঝিকরগাছার কৃষ্ণপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

আহত আব্দুল (৩০) ওই উপজেলার মল্লিকপুর গ্রামের কালু মিয়ার ছেলে। তাকে যশোর জেনারেল হাপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ তৌহিদুল ইসলাম বলেন, বুধবার রাত দেড়টার দিকে চন্দ্রপুর গ্রামের ইনসান আলীর গোয়ালের তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলো ইলিয়াস ও আব্দুল।

তিনি বলেন, এ সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ইলিয়াসের মৃত্যু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫