Logo
×

Follow Us

বাংলাদেশ

৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘মিতালী এক্সপ্রেস’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২২, ২৩:০৫

৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘মিতালী এক্সপ্রেস’

মিতালী এক্সপ্রেস

আন্তঃদেশীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ ৮ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে। আজ বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে রাত ৯টা ৫০ মিনিটে ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে ট্রেনটি রওয়ানা হয়। ট্রেনে ৮ যাত্রীর মধ্যে পাঁচজন ভারতীয় এবং তিনজন বাংলাদেশি নাগরিক।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ইনচার্জ লিটন চন্দ্র দে।

এর আগে বুধবার ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ১২ যাত্রী নিয়ে ঢাকায় আসে মিতালী এক্সপ্রেস। ওই ১২ যাত্রীর মধ্যে ৪ জন বাংলাদেশি এবং ৮ জন ভারতীয় নাগরিক ছিলেন।

মিতালী এক্সপ্রেস ভারতের নিউ জলপাইগুড়ি থেকে সপ্তাহের রবি ও বুধবার এবং ঢাকার ক্যান্টনমেন্ট থেকে সপ্তাহের সোম ও বৃহস্পতিবার চলাচল করবে। মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি এবং ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়াও হলদিবাড়ি ও চিলাহাটি স্টেশনে থামবে।

ঢাকা ক্যান্টনমেন্ট - নিউ জলপাইগুড়ি ট্রেনের ভাড়া

এসি বার্থ ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৪৯০৫ টাকা, এসি সিট ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩৮০৫ টাকা ও এসি চেয়ার ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২৭০৫ টাকা। 

উল্লেখ্য, ৫ বছর বয়স পর্যন্ত ৫০ শতাংশ ভাড়া প্রযোজ্য হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫