Logo
×

Follow Us

বাংলাদেশ

অপহরণের ২ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১৯:৪৩

অপহরণের ২ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

অপহরণের দুই দিন পর সাতক্ষীরার চালতেতলা বাগানবাড়ী এলাকা থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে অপহরণকারী জাহিদ হাসানের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম রাসুল আহমেদ জিম (২২)। সে খুলনার ফুলবাড়িগেট এলাকার শেখ হেমায়েত হোসেন হিমুর ছেলে। বর্তমানে তারা পুরাতন সাতক্ষীরা হাটেরমোড় এলাকায় মৃত আব্দুস সবুর গাজীর ভাড়া বাড়িতে বসবাস করে। জিম সাতক্ষীরা সরকারী কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র।

পুলিশ জানায়, গত ২১ জানুয়ারি সাতক্ষীরা শহর থেকে অপহরণ করা হয় জিমকে। এ ঘটনায় জিমের বাবা হেমায়েত হোসেন হিমু বাদী হয়ে পরদিন (২২ জানুয়ারি) শহরের মুনজিতপুর এলাকার আব্দুর রউফের ছেলে জাহিদ হাসানসহ অজ্ঞাত আরো ৬-৭ জনকে আসামি করে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় আজ বৃহস্পতিবার ভোরে সদর থানা পুলিশ অপহরণকারী জাহিদ হাসানকে গ্রেফতার করে।

এরপর জাহিদের স্বীকারোক্তি মোতাবেক বিকালে চালতেতলা বাগানবাড়ি এলাকার জনৈক লিটনের বাড়ি থেকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫