
ফরিদপুর জেলার মানচিত্র
ফরিদপুরের সালথায় ঐতিহ্যবাহী কুমার নদ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদের দুই পাড়ে থাকা পাকা সড়ক চরম হুমকির মূখে পড়েছে। যে কোনো সময় সড়কের ফাটল ধরার আশঙ্কা করছেন স্থানীয়রা।
কুমার নদের দুই পাড়ের বাসিন্দারা বলেন, মাত্র কয়েক মাস আগে কোটি কোটি টাকার খরচ করে নদের দুই পাড়ে থাকা পাকা সড়ক সংস্কার করেন কর্তৃপক্ষ। সেই সড়ক দুটি এখন চরম ঝুঁকিতে। কারণ কয়েক মাস আগে নদটি খনন করেন পানি উন্নয়ন বোর্ড। নদ খননের পর দুই পাড় ধসের আশঙ্কায় রয়েছে এমনিতেই। এর মধ্যে আবার নতুন করে কয়েক দিন ধরে নদের মধ্যে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন একটি মহল।
উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান জানান, সড়কের পাশে কুমার নদে যেখানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, সেখানে আমি এখনই লোক পাঠাচ্ছি। বালু উত্তোলনের ফলে যদি সড়ক ঝুঁকিপূর্ণ হলে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব।
এ বিষয়টি নিয়ে বক্তব্য নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আক্তারকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।