Logo
×

Follow Us

বাংলাদেশ

পদ্মা সেতুর ৪১৫ ল্যাম্পপোস্টে জ্বলল বাতি

Icon

মুন্সীগঞ্জ

প্রকাশ: ১১ জুন ২০২২, ১০:৫৩

পদ্মা সেতুর ৪১৫ ল্যাম্পপোস্টে জ্বলল বাতি

গতকাল সেতুর মাওয়া প্রান্তে ৬২টি বাতি জ্বালানো হয়। ছবি : সংগৃহীত

বহুমুখী পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলক বাতি জ্বালানোর কাজ সম্পন্ন হয়েছে। গত চারদিনে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়।

গতকাল শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে মূল সেতু ও ভায়াডাক্টে ৬২টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়। এর আগে গত ৪ জুন থেকে ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে ১৭৫ ওয়াটের এলইডি বাতি জ্বালানো কাজ শুরু হয়।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) সাদ্দাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পদ্মা সেতুর ১ নম্বর পিলার থেকে ভায়াডাক্ট পর্যন্ত ল্যাম্পপোস্টে পরীক্ষামূলক বাতি জ্বালানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে পদ্মা সেতু আলোকিত করার পরীক্ষামূলক কাজ শেষ হলো।

সেতুর প্রকৌশল সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়। তারপর ২০২২ সালের ৯ মার্চ মূল সেতুতে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ শুরু হয়। ২০২২ সালের ১৮ এপ্রিল ল্যাম্পপোস্ট স্থাপন সম্পন্ন হয়।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫