Logo
×

Follow Us

বাংলাদেশ

নির্বাচন অস্থিতিশীল করার অভিযোগে ১০ জনকে কারাদণ্ড

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২২, ১৫:১২

নির্বাচন অস্থিতিশীল করার অভিযোগে ১০ জনকে কারাদণ্ড

পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে আটকরা। ছবি : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কামরুল হাসান।

আজ বুধবার (১৫ জুন) তাদের আটক করে সাজা দেওয়া হয়।

এদের মধ্যে ২৩নং ওয়ার্ডের দিদার হোসেনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সদর দক্ষিণের একজনকে তিনদিনের বিনাশ্রম, ৩নং ওয়ার্ডের দুইজনকে তিনদিন করে, ১০নং ওয়ার্ডের তিনজনকে তিনদিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, বড়পুকুর এলাকার দুইজনকে সাতদিনের বিনাশ্রম, হোচ্ছামিয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে একজনকে সাতদিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমরা এখানে দেখেছি নির্বাচনে এরা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিলেন। তাদের কাউকে তিনদিন, কাউকে সাতদিনের সাজা দেওয়া হয়েছে।

এর আগে আজ সকাল ৮টা থেকে কুসিকের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫