Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রাণী সম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক অবরুদ্ধ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২২, ২০:২৮

প্রাণী সম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক অবরুদ্ধ

অবরুদ্ধ প্রাণী সম্পদ অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক ডা. শুখেন্দ্র শেখর গায়েন। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে প্রাণী সম্পদ অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক ডা. শুখেন্দ্র শেখর গায়েনকে অবরুদ্ধ করে রেখেছে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। 

আজ বুধবার (১৫ জুন) দুপুর আড়াইটা থেকে তিনি কলেজের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ রয়েছেন।

শিক্ষার্থীরা জানান, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির বিজ্ঞপ্তিতে ভর্তি হলেও বিএসসি ভেট সাইন্স এবং এ এইচ ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই ভর্তি বিজ্ঞপ্তিতে থাকা ডিভিএম ডিগ্রি দাবি করেন তারা। এ দাবিতে গত দুইদিন তারা বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। 

এ ঘটনার পর বিষয়টি জানতে বুধবার দুপুরে ডা. শুখেন্দ্র শেখর গায়েন কলেজে এলে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রেখে কলেজের প্রধান ফটক আটকে বিক্ষোভ করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫