Logo
×

Follow Us

বাংলাদেশ

আদমজী ইপিজেডে ভয়াবহ আগুন

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২২, ১২:৩২

আদমজী ইপিজেডে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের আগুনের লেলিহান শিখা অনেক উঁচুতে উঠেছে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। 

ইপিজেডের ভেতরে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইন ফেটে গিয়ে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা অনেক উপরে উঠেছে। সেই শিখা তিন কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে। অনেকেই দূর থেকে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমও আগুন লাগার ভিডিও আপলোড করছেন।

আগুন লাগার ঘটনা সত্যতা নিশ্চিতে করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, কোনো ফ্যাক্টরিতে আগুন লাগেনি। গ্যাস লাইনে আগুন লেগেছে। আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনের তিনটি ইউনিট ইতোমধ্যে আগুন নেভাতে কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫