
বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ছবি : সংগৃহীত
শেরপুরে পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে গেছে ১২ বছর বয়সের এক শিশু। সেই সাথে পানিতে ডুবে আরো দুইজনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, ঝিনাইগাতি উপজেলার সদর ইউনিয়নের বইরাগি পড়া গ্রামের নফজ উদ্দিনের ছেলে আশরাফ আলী (৬৫) শনিবার সকালে ঢলের পানিতে হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
এদিকে আজ শনিবার (১৮ জুন) দুপুর ১২ টার দিকে একই উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগের ভিটা গ্রামের আব্দুল কাদেরের ছেলে আবুল কালাম (৩২) ঢলের পানিতে গোছল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান।
অপরদিকে একই সময়ে ঝিনাইগাতি সদর ইউনিয়নের খইলকুড়া গ্রামের ১২ বছর বয়সের এক শিশু বন্ধুদের সাথে ব্রিজের উপর থেকে লাফ দিয়ে খেলতে গিয়ে ঢলের পানিতে ভেসে যান। দুপুর ২টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পানিতে ডুবে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।