Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ মেডিকেল টিম গঠন

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২২, ২১:৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ মেডিকেল টিম গঠন

বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ছবি : সংগৃহীত

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আক্রান্ত মানুষের সেবা দিতে ব্রাহ্মণবাড়িয়ায় ১০০টি মেডিকেল টিম গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলার প্রত্যেকটি ইউনিয়নের জন্য একটি করে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। 

আজ শনিবার (১৮ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য জানিয়েছেন।

টানা বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলে জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। শনিবার ভোরে প্রবল বেগে আসা পাহাড়ি ঢলে মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল এলাকায় হাওড়া নদীর বাধ ভেঙে কয়েকটি গ্রামে পানি ঢুকে। এতে করে কর্নেলবাজার থেকে আইড়ল গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এছাড়া আখাউড়া স্থলবন্দরের সড়কর পাশে অবস্থিত ব্যবসায়ীদের অফিস কক্ষগুলোতেও পানি উঠেছে।

সিভিল সার্জন একরাম উল্লাহ জানান, দুর্যোগে আক্রান্তদের সেবাদানের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণসহ মেডিকেল টিম প্রস্তুত আছে। স্বাস্থ্যকর্মীরা দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন পৌঁছে দেবেন। এছাড়া কারও চিকিৎসার প্রয়োজন হলে মেডিকেল টিমে থাকা মেডিকেল অফিসার চিকিৎসা সেবা দেবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫