বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ভারত

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২২, ০৮:৩১

সিলেট বিভাগের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় অপ্রত্যাশিত বন্যা পরিস্থিতিতে সংহতি প্রকাশ করেছে ভারত। একইসাথে বন্যা পরিস্থিতি মোকাবিলা ও এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় দেশটি।
গতকাল রবিবার (১৯ জুন) নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে দেশটির পক্ষ থেকে সহযোগিতা করার বিষয়টি জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
মূল বৈঠকটি শুরু হবার আগে উদ্বোধনী বক্তব্যে জয়শঙ্কর বলেন, বন্যা ও ত্রাণ তৎপরতা ব্যবস্থাপনায় আমরা আপনাদের সাহায্য করতে পারলে খুব খুশি হব। এটা হবে আমাদের সম্পর্কের সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে চলা।
তিনি বলেন, আমাদের দীর্ঘ সীমান্তের উন্নত ব্যবস্থাপনাও একটি প্রধান অগ্রাধিকার। আমাদের সীমান্ত বাহিনী আন্তঃসীমান্ত অপরাধ দমনে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত যাতে অপরাধমুক্ত থাকে তা নিশ্চিত করতে আমাদের একসাথে কাজ চালিয়ে যেতে হবে।