Logo
×

Follow Us

বাংলাদেশ

মহেশখালীতে ভারি বৃষ্টিতে পাহাড় ধস, প্রাণ গেলো শিশুর

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২২, ১১:৪৯

মহেশখালীতে ভারি বৃষ্টিতে পাহাড় ধস, প্রাণ গেলো শিশুর

ভারি বৃষ্টিপাতের কারণে মহেশখালীতে গতকাল রবিবার রাতে পাহাড় ধসে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কক্সবাজার উপজেলায় মহেশখালীতে টানা ভারি বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে পাহাড়ের মাটিচাপায় রবিউল হাসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (১৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার কালামারছড়া ইউনিয়নের অফিস পাড়া এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শিশু রবিউল ওই এলাকার নজির হোসেন ওরফে বদুর ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউলের স্বজনদের বরাতে কালামারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, গতকাল রবিবার বিকেলে বাড়ির পাশে পাহাড়ে রবিউলসহ কয়েকজন শিশু খেলতে যায়। সন্ধ্যায় অন্য শিশুরা বাড়ি ফিরলেও রবিউল ফেরেনি। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পাহাড় ধসে পড়া মাটির নিচ থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে তার পরিবার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫