Logo
×

Follow Us

বাংলাদেশ

ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২২, ২০:৪৪

ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

কৃষকের মৃত্যুতে তার সংসারে অন্ধকারের ছায়া নেমে আসে। ছবি- ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার ১ নং সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বিষধর সাপের ছোবলে আছান আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২০ জুন) বিকেলে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়।

গ্রামবাসী জানায়, বিকেলে আছান আলী ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার পায়ে সাপ কামড় দেয়। এতে তার ঘুম ভেঙে যায়। বাড়ির লোকজনকে জানালে তারা সাপটিকে মারতে সক্ষম হয়। এরপর প্রথমে গ্রাম্য ওঝা ডেকে আনে পরিবারের লোকজন।

অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কৃষকের মৃত্যুতে তার সংসারে অন্ধকারের ছায়া নেমে আসে।

সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন জানান, আমি ঘটনা শুনে সেখানে গিয়েছিলাম। কৃষক আছান অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫