
যমুনার পানি বেড়েই চলেছে। ছবি: জামালপুর প্রতিনিধি
জামালপুরে উজানের পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টির প্রভাবে যমুনার পানি বেড়েই চলেছে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশিগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ী উপজেলার প্রায় ৬০ থেকে ৭০ হাজার মানুষ। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট।
আজ মঙ্গলাবার (২১ জুন) সকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক আব্দুল মান্নান জানান, জেলায় এখনো পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্র নদীর পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৪ দশমিক ২৭ সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে পানি বাড়ার রেট গতকালের চেয়ে কিছুটা কম। এটি আরো কয়েকদিন বাড়তে পারে। এতে ইসলামপুরের ৫টি ইউনিয়নের সমস্ত গ্রামেই পানি ঢুকে পড়েছে। এছাড়াও দেওয়ানগঞ্জে বেশকিছু এলাকাতেও প্রবেশ করেছে পানি।
স্থানীয়রা জানান, বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, কাঁচা পাকা সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ হয়ে গেছে বন্যা দুর্গোত এলাকার নির্মাণাধীন উন্নয়ন কাজ। এছাড়াও ভাঙ্গনের কবলে পড়ে বসতবাড়ি হারিয়ে শঙ্কিত রয়েছে লোকজন।
জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, বন্যা দুর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় চাল, নগদ টাকা এবং দুর্যোগ মোকাবিলা আশ্রয় কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।