Logo
×

Follow Us

বাংলাদেশ

বন্যায় সিলেটের মৎস্য খামারিদের ১৪০ কোটি টাকার ক্ষতি

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২২, ১৩:২৮

বন্যায় সিলেটের মৎস্য খামারিদের ১৪০ কোটি টাকার ক্ষতি

বন্যার আগে সুনামগঞ্জের একটি মাছের খামারের ছবি। ছবি: সিলেট প্রতিনিধি

স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের মৎস্য খামারিদের ১৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন বিশ্লেষকরা। এ ক্ষতি পুষিয়ে উঠতে তিন বছর সময় লাগতে পারে তারা মন্তব্য করেছেন। 

তারা বলছেন, সিলেট অঞ্চলের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সুনামগঞ্জের খামারিরা। এই মৌসুমে প্রায় ৩২ হাজার ৮০২ জন খামারি পাঁচ হাজার ২৫৮ হেক্টর জমিতে কার্পজাতীয় মাছের চাষ করছিলেন।

দেশের উত্তর-পূর্ব অঞ্চলের মৌসুমি বৃষ্টি ও ভারতের মেঘালয় ও আসামের ঢাল থেকে নেমে আসা পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় তাদের আর্থিক লাভের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে।

সিলেটে মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ড.মো. মোতালেব হোসেন বলেন, ‘ক্ষয়ক্ষতির যে হিসেবটি করা হয়েছে এটি একটি প্রাথমিক প্রাক্কলন। খামারিদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি। কেননা সুনামগঞ্জের প্রায় সব খামারই পানিতে ভেসে গেছে।’

স্থানীয় খামারিরা এমন এক সময় এ ধরনের ক্ষতির শিকার হলেন, যখন এ অঞ্চলে মাছ চাষ সম্প্রসারিত হচ্ছিল। অনেকেই আশা করছিলেন এই বর্ধিত চাহিদার সুযোগে বাড়তি লাভ করতে পারবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫