Logo
×

Follow Us

বাংলাদেশ

ভয়াবহ বন্যায় সিলেটে ২২ জনের প্রাণহানি

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২২, ১৬:২৮

ভয়াবহ বন্যায় সিলেটে ২২ জনের প্রাণহানি

ফাইল ছবি

ভারী বর্ষণ পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেট। এবিভাগের প্রতিটি জেলাই কম-বেশি ক্ষতিগ্রস্ত। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে চার জেলার কয়েক লাখ মানুষ। বানের পানিতে ডুবে এবং ভেসে গিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগের ২২ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

আজ মঙ্গলবার (২২ জুন) বেলা সাড়ে ৩টায় গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়।

তিনি জানান, বিভাগে পানির প্রবল স্রোতে পড়ে নারী, পুরুষ শিশুসহ ২২ জনের প্রাণহানি হয়েছে।

হিমাংশু লাল রায় বলেন, ‌সিলেটের জৈন্তাপুরে মা-ছেলের মৃত্যুসহ এপর্যন্ত বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ১৪ জন, মৌলভীবাজারে তিন সুনামগঞ্জে পাঁচ জনের প্রাণহানি হয়েছে।

এদিকে পাহাড়ি ঢল আর বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগ। তার ওপর সিলেট নগরীর অধিকাংশ এলাকায় পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। সুনামগঞ্জের বিভিন্ন এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এছাড়া উজানের পানি নামতে শুরু করায় সুনামগঞ্জসহ বিভিন্ন জেলার নিচু এলাকায় পানি বেড়েছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫