আমিনপুর থানা
রাজবাড়ির গোয়ালন্দে পাবনার ঢালারচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলীকে (৭০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার (২১ জুন) দুপুর একটার দিকে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি নারাধা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের ডারাই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পাবনার আমিনপুর থানার ওসি তদন্ত সবুজ রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার রাখালগাছি নারাধা। আমাদের থানা এলাকায় না। সেখানকার পুলিশ মরদেহ উদ্ধারসহ আইনগত বিষয় দেখবেন।