Logo
×

Follow Us

বাংলাদেশ

ফ্রিজ বাঁচাতে গিয়ে মেঘনায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২২, ১৮:৫৩

ফ্রিজ বাঁচাতে গিয়ে মেঘনায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

ফাইল ছবি

মেঘনা নদীর পানির স্রোতে চালকল ঘর বিলীনের সময় নিখোঁজ দুজনের মধ্যে শরীফ মিয়া (৩৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় নিখোঁজ হওয়া শ্রমিকদের লাশ আজ মঙ্গলবার (২১ জুন) দুপুরে ধসে পড়া ঘরের দেয়ালের নিচ থেকে উদ্ধার করা হয়।

নিহত শরীফ মিয়ার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে। এই ঘটনায় মো. মোশতাকিন (২৫) নামের আরো এক শ্রমিক এখনো নিখোঁজ আছেন। নিহত শরীফ নিখোঁজ মোশতাকিন রহমানিয়া অটো রাইস মিলের শ্রমিক।

চালকলে কর্মরত ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, মেঘনার তীরে অবস্থিত খাজা অটো রাইস মিল রহমানিয়া অটো রাইস মিল নামের চালকল দুটির সীমানাপ্রাচীরে নদীর পানি স্পর্শ করে। উজান নেমে আসা পাহাড়ি ঢলে মেঘনা এখন উত্তাল। গত রবিবার সকাল ৯টার দিকে নদীর পানির স্রোতে সেই প্রাচীর ধসে যায়। প্রাচীর লাগোয়া স্থানে ছিল শ্রমিকদের থাকার ঘর। ঘরগুলো আধপাকা। নিখোঁজ শরীফ যে ঘরে থাকতেন ওই ঘরে একটি রেফ্রিজারেটর ছিল। রেফ্রিজারেটরটি নেওয়ার জন্য শরীফ মোশতাকিনকে সাথে নিয়ে ওই ঘরে যান। রেফ্রিজারেটরটি ধরে বাইরে আনার সময় ঘরের সাথে তারা নদীতে তলিয়ে যান। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারের চেষ্টা চালিয়ে সফল হননি। গত রবিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়। সরকারিভাবে উদ্ধারকাজ বন্ধ হলেও স্থানীয়ভাবে উদ্ধারকাজ চলছিল। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ধসে পড়া ঘরের দেয়ালের নিচ থেকে শরীফের লাশ উদ্ধার করা হয়।

নিহত শরীফ নিখোঁজ মোশতাকিন রহমানিয়া অটোরাইস মিলের শ্রমিক। মিলের মালিক মো. সবুজ বলেন, শরীফের লাশ পাওয়া গেছে। তবে এখনো মোশতাকিনের সন্ধান মেলেনি। মোশতাকিনের সন্ধানে নিজস্ব উদ্যোগে তারা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, মেঘনা এখন উত্তাল। প্রচুর স্রোত। ফায়ার সার্ভিসের ডুবুরিরা অনেক চেষ্টা চালিয়েও নিখোঁজ ওই দুই ব্যক্তির সন্ধান করতে না পারায় উদ্ধারকাজ বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫