Logo
×

Follow Us

বাংলাদেশ

যশোরে ট্রাক মালিকের মরদেহ উদ্ধার

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২২, ১৯:১৮

যশোরে ট্রাক মালিকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

যশোর সদর উপজেলার পদ্মবিলা এলাকার পুকুর থেকে রেজাউল ইসলাম নামে এক ট্রাক মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেজাউলের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায়। 

আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ১১ টায় যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত রেজাউল করিম বরিশালের গৌরনদী উপজেলার টরকিরচর গ্রামের ইউনুছ বয়াতির ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ মনিরুজ্জান বলেন, পদ্মবিলা গ্রামের লোকজন পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। এরপর পুলিশ অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করে। পরে ডিবি পুলিশের টিম নিহতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার পরিচয় শনাক্ত করে।

রেজাউল ইসলাম বরিশালের গৌরনদী উপজেলার টরকিরচর গ্রামের বাসিন্দা। পাঁচ বছর আগে তিনি বিদেশ থেকে ফিরে এসে ট্রাক কিনে ভাড়ায় ব্যবসা শুরু করেন। তিনি সব সময় ট্রাকের চালক হৃদয় হোসেনে সাথে ট্রাকে থাকতেন। 

ওসি আরো জানিয়েছেন, রেজাউল ট্রাকের ড্রাইভারসহ কয়েকদিন আগে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে ট্রাকের চালক কিংবা হেলপার পূর্ব পরিকল্পিতভাবে রেজাউলকে হত্যা করে মরদেহ ওই পুকুরে ফেলে যান। ট্রাক ও চালক-হেলপারের সন্ধান করতে পারলে হত্যার রহস্য জানা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫