পিরোজপুরে পরকীয়ার জেরে হত্যা: একজনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২২, ২১:৪৪

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত। ছবি: পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের সদর উপজেলায় পরকীয়ার জেরে মো. মইনুল (১১) নামে এক শিশুকে হত্যার দায়ে শওকত আলী খান (৫২) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২১ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত শওকত আলী খান পিরোজপুর সদর উপজেলার ডোরা গ্রামের মৃত আশরাফ আলী খানের ছেলে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী আইনজীবী (এপিপি) জহিরুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট দেলওয়ার হোসেন।
রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) জহিরুল ইসলাম বলেন, ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। আমরা এ রায়ে সন্তোষ্ট।