
গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়েন্ত্রণে আনকে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন তিন ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ততক্ষণে সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট একসাথে কাজ করে। আজ বুধবার (২২ জুন) সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমে হামিম খানের ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের ইসমাইল হোসেনের গুদামে।
কাশিমপুর মিনি ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মিরাজ ইসলাম বলেন, ‘ভোর পৌনে ৫টার দিকে আগুনের সংবাদ পাই। তাৎক্ষণিকভাবে ডিবিএলের একটি ইউনিট কাজ শুরু করে। পরে জয়দেবপুরের দুটি ও কালিয়াকৈরের দুটি ইউনিট যোগ দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে এখনই জানানো সম্ভব নয় বলে জানান এই কর্মকর্তা।