Logo
×

Follow Us

বাংলাদেশ

২৫ জুনই পদ্মা সেতু উদ্বোধন হবে: প্রধানমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২২, ১২:১৯

২৫ জুনই পদ্মা সেতু উদ্বোধন হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

বিএনপি ক্ষমতায় গিয়ে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিয়েছিলো মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী ২৫ জুনই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।

আজ বুধবার (২২ জুন) দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এসময় দেশের বন্যা পরিস্থিতি, পদ্মা সেতু উদ্বোধন ও সীতাকুণ্ডসহ দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করেন তিনি।

দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বন্যা পরবর্তী প্রাদুর্ভাব মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হয়েছে।’ 

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। করোনাকালে সরকার প্রধানের সংবাদ সম্মেলনগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ সাংবাদিকরা উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, দেশের ১১টি জেলা বন্যাকবলিত হয়েছে। এর মধ্যে বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে সিলেট অঞ্চলে। গতকাল মঙ্গলবার (২১ জুন) সিলেটের বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫