ব্রাহ্মণবাড়িয়ার ৫৪ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২২, ১৫:৪৮

স্কুলের আঙ্গিনা এবং স্কুলে যাতায়াতের রাস্তায় বন্যার পানি। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বন্যার পানিতে ডুবে যাওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলার মোট ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (২২ জুন) দুপুর পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম।
তিনি জানান, জেলার নাসিরনগর উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪২টি, পার্শ্ববর্তী সরাইল উপজেলার ৯টি ও আখাউড়া উপজেলার তিনটি বিদ্যালয় বন্যার পানির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে।
নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্কুলের আঙ্গিনা এবং স্কুলে যাতায়াতের রাস্তায় বন্যার পানি উঠে যাওয়ায় এখন পর্যন্ত ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
স্থানীয় বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, গত কয়েকদিন ধরে পানিতে ভিজে আমাদেরকে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়েছে। এরপরও আমরা বিদ্যালয়ের কার্যক্রম চালু রেখেছি। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।