Logo
×

Follow Us

বাংলাদেশ

মধুখালীতে পাটের বাম্পার ফলন

Icon

মধুখালী প্রতিনিধি, ফরিদপুর

প্রকাশ: ২২ জুন ২০২২, ১৬:০৫

মধুখালীতে পাটের বাম্পার ফলন

চলতি বছর আবহাওয়া পাট চাষের উপযোগী। ছবি: ফরিদপুর প্রতিনিধি

‘সোনালি আঁশে ভরপুর ভালোবাসি ফরিদপুর’ খ্যাত ফরিদপুর জেলার মধুখালী উপজেলাতে চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণে পাটের চাষ হয়েছে। উপজেলার সব ইউনিয়নের জমিতে যে রকমভাবে পাট গাছ দাঁড়িয়ে আছে তাতে মন জুড়িয়ে যায়। 

ইতোমধ্যে সব এলাকার জমিতে পাট  ৪/৫ ফুট লম্বা হয়েছে। কিছু দিনের মধ্যে পাট পরিপক্ব হলে কৃষকরা পাট কাটতে শুরু করবেন। পাটচাষিরা নিজস্ব উদ্যোগে জমিতে সেচের ব্যবস্থা করে আগাম পাট বীজ বপন  করেন।  

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ৮ হাজার ৬শ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে ৮ হাজার ৫শ ৫৫ হেক্টরে। পাট বপনের পর অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টি পাওয়ার কারণে পাটের আকার এবং আঁশের পরিপক্বতা ভালো হবে। পাট পচানোর জন্য সময়মতো পানি হলে এ বছর পাটের ফলন ভালো হবে। 

কৃষকরা জানান, সময়মতো পানি হলে পাট পচাতে কৃষকের সমস্যা হবে না। দাম ভালো পেলে কৃষকের উপকার হবে। 

ফরিদপুরের মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান জানান, চলতি বছর আবহাওয়া পাট চাষের উপযোগী হওয়ায় এ বছর পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৬শ থাকলেও পাট বীজ বপন হয়েছে ৮ হাজার ৫শ ৫৫ হেক্টর জমিতে, যা গতবারের চেয়ে ২ হেক্টর পরিমাণ বেশি। কৃষকের আগ্রহ আর আমাদের প্রচেষ্টায় আজকের এ অবস্থান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫