Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় লিওনেল মেসির জন্মদিন পালন

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২২, ২১:২৬

ব্রাহ্মণবাড়িয়ায় লিওনেল মেসির জন্মদিন পালন

লিওনেল মেসির ৩৫ তম জন্মদিন পালন। ছবি- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বখ্যাত তারকা ফুটবলার লিওনেল মেসির ৩৫ তম জন্মদিন পালন করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ জুন) দুপুরে শহরের এ মালেক কনভেনশন সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ জন্মদিন পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার মাসুম খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মালেক।

বক্তারা সর্বকালের সেরা ফুটবলার লিও মেসির বর্ণিল জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে কেক কেটে মেসির জন্মদিন উদযাপন করা হয়। 

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার আর্জেন্টিনা ও লিও মেসির সমর্থকদের শুভ জন্মদিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে কসভেনশন সেন্টার। পরে বর্ন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫