
পদ্মা সেতু। ফাইল ছবি
স্বপ্ন সত্যি হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। কিছু সময়ের মধ্যেই আজ শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। এ সেতুর উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ ঘিরে নদীর দুই পারেই এখন সাজসাজ রব।
মাওয়া প্রান্তে পদ্মা সেতুর আদলে সাজানো হয়েছে সুধী সমাবেশ স্থল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় এতে যোগ দেবেন। এরপর পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
পরে সেতু দিয়ে পার হবেন পদ্মা নদী। জাজিরা প্রান্তে ফলক উন্মোচন করে যোগ দেবেন আওয়ামী লীগের জনসমাবেশে। ক্ষমতাসীন দলের আশা, এতে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে। এরইমধ্যে আসতে শুরু করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে দুই পারেই নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।