Logo
×

Follow Us

বাংলাদেশ

সমাবেশে অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী

Icon

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২২, ১১:১৬

সমাবেশে অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী

মাওয়ায় সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

শুরু হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। পদ্মা সেতুর উদ্বোধন হবে আর কিছুক্ষণ বাদেই। আজ শনিবার (২৫ জুন) সকাল ১০টা ৫ মিনিটে পদ্মা সেতুর থিম সং পরিবেশনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন। 

বক্তব্যের শুরুতে অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী দেশবাসীকে শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

এর আগে আজ সকাল ৯ টা ৫৫ মিনিটে হেলিকপ্টার করে মাওয়া সমাবেশ স্থলে এসে পৌঁছান তিনি। মাওয়া প্রান্তে সুধী সমাবেশে ভাষণ শেষে তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। তখনি খুলে যাবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সাথে রাজধানী ঢাকাসহ দেশের অপরাপর অংশের জন্য সংযোগ, যোগাযোগ ও সম্ভাবনার অনন্ত দুয়ার।

আজ সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়ার ও জাজিরা উভয় প্রান্তে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আজ সুধী সমাবেশে প্রথমেই পদ্মা সেতুর ওপর প্রামাণ্য চিত্র দেখানো হয়। সমাবেশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উদ্বোধনী বক্তব্য রাখেন। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখেন। এখন প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন।

উল্লেখ্য, ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘের এই সেতু দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলাকে সড়কপথে সরাসরি সংযুক্ত করেছে। কংক্রিট আর ইস্পাতের কাঠামোয় পদ্মা নদীর দুই প্রান্তের সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগের সেতুবন্ধ ঘটছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫