Logo
×

Follow Us

বাংলাদেশ

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ভেসে গেছে ১১০৪টি পুকুরের মাছ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২২, ১২:০৩

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ভেসে গেছে ১১০৪টি পুকুরের মাছ

এখনো পানিবন্দি অবস্থায় আছেন নিম্নাঞ্চলের প্রায় সাড়ে ছয় হাজার পরিবার। ছবি : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সৃষ্ট বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনো পানিবন্দি অবস্থায় আছেন জেলার সদর উপজেলা, বিজয়নগর, নাসিরনগর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার নিম্নাঞ্চলের প্রায় সাড়ে ছয় হাজার পরিবার।

এদের মধ্যে নিম্ন আয়ের মানুষগুলো চরম বিপাকে পড়েছেন। পানিবন্দি হওয়ায় কাজে বের হতে পারছেন না। যারা এনজিও থেকে ঋণ নিয়েছিলেন, তারা আছেন কিস্তি আতংকে।

বন্যা পরিস্থিতি তৈরি হওয়া এলাকাগুলো আজ শনিবার (২৫ জুন) ঘুরে দেখা গেছে, অধিকাংশ ঘরেই হাঁটু পানি জমেছে। পানির কারণে ঘরের ফ্লোরের মাটি কাঁদা হয়ে গেছে। ফলে কাঁদার কারণে ঘরের ভেতর ঠিকমতো হাঁটাচলা করা যাচ্ছে না। অনেকে পরিবারের ছোট ছেলে-মেয়েদের স্বজনদের কাছে পাঠিয়ে পানিবন্দি ঘরে রয়ে গেছেন জিনিসপত্র চুরি যাওয়ার ভয়ে।

পাহাড়ি ঢলের পানিতে এখন পর্যন্ত জেলার ১১০৪টি পুকুরের মাছ ও পোনা ভেসে গেছে। যার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকারও বেশি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫