রাজস্থলীতে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২২, ১৪:০৬

প্রতীকী ছবি
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের উগারীপাড়া সেগুন বাগান এলাকা থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (২৫ জুন) সকালে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
রাজস্থলী থানার ওসি জাকির হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ শনিবার সকালের দিকে উগারী পাড়ার সেগুন বাগান এলাকার অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ইউনিফর্ম পরিধান অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ওই ব্যক্তির লাশ শনাক্ত করতে পারেনি। ধারনা করা হচ্ছে, রাতে তাকে হত্যা করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। নিহত ব্যক্তি স্থানীয় রাজনৈতিক কর্মী বলে ধারণা করা হচ্ছে।
২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুচিমং মারমা বলেন, আমাকে পাড়ার এক কারবারি বলেছেন গতকাল রাত্রে ৯/১০টার দিকে গোলাগুলি হয়েছিলো। সকালে কামাড়ের দিকে কাজে যাওয়ার সময়ে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তবে তার পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ বলেন, শুনেছি গতকাল রাত্রে ঘটনাটি ঘটেছে। তবে কয়টার দিকে ঘটনাটি ঘটেছে তা জানি না। লাশ পুলিশ উদ্ধার করেছে। স্থানীয়সহ পুলিশও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।