
ছবি : ভিডিও থেকে নেওয়া
বহু কাঙ্খিত পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার শনিবার (২৫ জুন) সকাল ১০টায় সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের পর টোল দিয়ে সেতুতে উঠেন প্রধানমন্ত্রী। এরপর সেতুর অপরপ্রান্তে কাঁঠালবাড়িতে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। এসময় সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বললো এক কিশোরী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দেয়ার সময়ই ঘটে এই অদ্ভুত ঘটনা। প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ করে মাইক ছাড়ার সময় মঞ্চের নিচে এক কিশোরী এসে হাজির হয়।
এসময় শেখ হাসিনার সাথে থাকা সব অতিথি ওই কিশোরীকে ওপরে উঠে আসার জন্য আহ্বান জানায়। এমনকী প্রধানমন্ত্রী নিজেও মঞ্চের ওপর থেকে কথা বলেন তার সাথে।
এদিকে কিছুক্ষণ পরই পুলিশ সদস্য এসে ওই কিশোরীকে পদ্মা সেতুর আদলে তৈরি মঞ্চের নিচে পানি থেকে তুলে আনেন। আর এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ঘটনাস্থলে উপস্থিতদের পারস্পরিক কথায় ধারণা করা হচ্ছে, ওই কিশোরী সম্ভবত কোনো ‘ভারসাম্যহীন রোগী’।