
ফাইল ছবি
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। তাছাড়া এবছর এখন পর্যন্ত একজন ডেঙ্গুতে
মারা গেছেন। চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৬৮ জন।
আজ শনিবার (২৫ জুন) স্বাস্থ্য
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব
জানা যায়। এরমধ্যে ঢাকায় ৩৩ জন এবং ঢাকার বাইরে ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়,
সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২৭ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে
শুধু ঢাকায় ১১৮ জন এবং ঢাকার বাইরে ৯ জন ভর্তি আছেন। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন
পর্যন্ত ৯২০ জন রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়া পেয়েছেন ৭৯২ জন।