
প্রতীকী ছবি
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় সমশের আলী (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত সমশের আলী পবা উপজেলার পারিলা এলাকার মৃত হানিফ আলীর ছেলে।
আজ শনিবার (২৫ জুন) দুপুর তিনটার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বেলপুকুর বিজিবি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে পুঠিয়ার বেলপুকুর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভ্যানচালক দুপুরের দিকে বানেশ্বর বাজারে আম বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।