
ম্যাংগো স্পেশাল ট্রেন
উত্তরাঞ্চল থেকে ঢাকায় আম পরিবহণে চালু হওয়া ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি মৌসুমে মাত্র ১১ দিন চলার পর কাঙ্ক্ষিত সাড়া না পাওয়াসহ আসন্ন ঈদ যাত্রার প্রস্তুতি বিবেচনায় বন্ধ করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর, নাচোল, আমনুরা বাইপাস, রাজশাহী, আড়ানীসহ মোট ১৩ টি স্টেশন থেকে আম পরিবহণ করতো ম্যাংগো স্পেশাল ট্রেন। চলতি মৌসুমে ১৩টি স্টেশনের মধ্যে আড়ানি থেকে সর্বোচ্চ আম পরিবহণ হয়েছে।
১৩ জুন থেকে ২০ জুন পর্যন্ত ট্রেনটিতে ট্রেনটিতে মোট ১ লাখ ৭৮ হাজার ৭৭৮ কেজি আম ঢাকায় নেয়া হয়েছে। যা থেকে রেলওয়ের আয় হয়েছে ২ লাখ ১২ হাজার ১৭৮ টাকা। এরমধ্যে রহনপুর স্টেশন থেকে ২১ হাজার ৭৭৪ কেজি আম পরিবহণ করে আয় হয়েছে ২৭ হাজার ৪৪৪ টাকা, নাচোল থেকে ৪ হাজার ১৮৫ কেজিতে ৫ হাজার ৫৭৫ টাকা, নেজামপুর থেকে ২ হাজার ১৮০ কেজি আমে ৩ হাজার ৭৪ টাকা, আমনুরা জং থেকে ১ হাজার ৮৮০ কেজি আমে ২ হাজার ৪৬৭ টাকা, আমনুরা বাইপাস থেকে ৫ হাজার ২৭২ কেজিতে ৬ হাজার ৯৭৮ টাকা, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩৪ হাজার ৫৯৪ কেজিতে ৪৫ হাজার ৯০৭ টাকা, কাঁকনহাট থেকে ৩ হাজার ৫৯০ কেজিতে ৪ হাজার ৮১৫ টাকা, রাজশাহী থেকে ২৭ হাজার ১৮৭ কেজিতে ৩৬ হাজার ১৯৭ টাকা, সারদাহ থেকে ১২ হাজার ১৭৮ কেজিতে ১৩ হাজার ৫২৮ টাকা, আড়ানী থেকে ৬১ হাজার ৪১০ কেজিতে ৬২ হাজার ৬০৪ টাকা, আব্দুলপুরে ১৪ হাজার ৬৫০ কেজিতে ১৬ হাজার ৬৩৪ টাকা, আজিমনগরে ৮৭০ কেজিতে ১ হাজার ৯০ টাকা এবং লোকমানপুর থেকে ১২ হাজার ১২১ কেজিতে রেলওয়ের আয় হয়েছে ১২ হাজার ৩৪৭ টাকা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহণে অনাগ্র ও সামনের ঈদ যাত্রা বিবেচনা করে ট্রেনটি বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে প্রথম ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করেছিল পশ্চিমাঞ্চল রেলওয়ে। ২০২১ সালে করোনাকালীন প্রায় দেড় মাস চলেছিল ম্যাংগো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি আম পরিবহণে ১ টাকা ৩১ পয়সা ও রাজশাহী থেকে ১ টাকা ১৭ পয়সা হারে বিশেষায়িত এই ট্রেনে আম পরিবহণের সুযোগ পেয়েছেন ব্যবসায়ীরা।