
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তৃপ্তি ধর (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন। এতে ঘটনাস্থল থেকে ট্রাকের চালক মো. আলমগীরকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২৫ জুন) সকাল সোয়া ১১ টার দিকে কোতোয়ালী থানার মেরিনার্স রোডে জোড়া ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেন।
নিহত তৃপ্তি ধর কুমিল্লা জেলার দেবীদ্বার থানার বড়শালঘর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে মৃত ভজন চন্দ্র সূত্রধরের মেয়ে। তিনি কোতোয়ালীর নন্দনকানন দুই নম্বর গলির অপূর্ব চৌধুরী ভবনের বাসিন্দা।
ওসি জাহিদুল কবির বলেন, পুরাতন ফিশারীঘাট মেরিনার্স রোডের জোড়া ব্রিজের ওপর ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তৃপ্তি ধর নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক মো. আলমগীরকেও আটক করা হয়েছে।