
প্রতীকী ছবি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
গতকাল শনিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিনজন একটি মোটরসাইকেলে দৌলতদিয়া থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। মকবুলের দোকান সংলগ্ন নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক সামনে থেকে তাদের ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনাটি ঘটে।
আহলাদীপুর হাইওয়ে থানায় ওসি মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি পণ্যবাহী ট্রাক দৌলতদিয়া থেকে ফরিদপুরগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত ও একজন আহত হন। ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।