Logo
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালালো আসামি

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১৭:২৯

বরিশালে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালালো আসামি

পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামি। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশালের হিজলায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ রবিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে উপজেলার আলীগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

তবে আসামি পালালেও হ্যান্ডক্যাপ নিয়ে যাওয়ার তথ্য সঠিক নয় বলে দাবি পুলিশের। পালিয়ে যাওয়া আসামি নিজাম উদ্দিন ঢালী মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের শোলদী গ্রামের বাসিন্দা।

তথ্য নিশ্চিত করে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ‘গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র ও পুলিশের ওপর হামলার ঘটনায় কাজিরহাট থানার এসআই ইউসুফ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি নিজাম উদ্দিন ঢালী। মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

তিনি বলেন, ‘রবিবার (২৬ জুন) গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানাধীন ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজার পুলিশ ক্যাম্পের এসআই জসিম উদ্দিনের নেতৃত্বাধীন টিমের সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে মেহেন্দিগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম। আসামি নিজাম উদ্দিন ঢালীকে গ্রেপ্তারকালে তার সহযোগীরা বাধা প্রদান করেন। এ নিয়ে এক পর্যায় ঘটনাস্থলে হট্টগোল বেধে যায়। সেই সুযোগে আসামি নিজাম উদ্দিন পালিয়ে যায় বলে জানান ওসি।

তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, ‘আসামি নিজাম উদ্দিন ঢালীকে গ্রেপ্তারের পরে তার হাতে হ্যান্ডকাপ পড়ায় পুলিশ সদস্যরা। তখন নিজামের সহযোগীরা হট্টগোল পাকিয়ে হ্যান্ডকাপসহ তাকে নিয়ে পালিয়ে যায়। এর পরপরই হ্যান্ডকাপসহ আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে হিজলা এবং মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

অবশ্য হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, ‘হ্যান্ডকাপসহ আসামি পালানোর ঘটনা সঠিক নয়। তাকে হ্যান্ডকাপ পড়ানোর আগেই তার সহযোগীরা ঘটনাস্থলে হট্টগোল সৃষ্টি করে। সেই সুযোগে আসামি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে অভিযানে নেতৃত্ব দেয়া মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘আসামি নিজাম উদ্দিন ঢালীর নামে মেহেন্দিগঞ্জ থানায় মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। ওয়ারেন্ট তামিল করতে গিয়ে এই ঘটনা ঘটে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫