Logo
×

Follow Us

বাংলাদেশ

শেরপুরে ভারতীয় মদ উদ্ধার, আটক ২

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১৭:৫১

শেরপুরে ভারতীয় মদ উদ্ধার, আটক ২

মদ ও ফেনসিডিলসহ আটককৃত দুই যুবক। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে পৌরশহরের এক সেলুন থেকে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনার সাথে জড়িত সঞ্জয় রায় (২৮) ও লকনাথ শীল (২৭) নামে দুই যুবককে আটক করা হয়।

আজ রবিবার (২৬ জুন) পৌঁনে বারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার মেয়র ঝিলের পাশে উজ্জ্বল কম্পিউটারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক পৌরসভার কাচারী পাড়া মহল্লার মধু রায়ের ছেলে সঞ্জয় রায়কে আটক করে। 

পুলিশ সূত্রে জানা গেছে, পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য মতে পাশেই সেুলন থেকে ২৪ বোতল  ভারতীয় মদ ও ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এসময় উজ্জ্বল কম্পিউটার মালিক সঞ্জয় রায় ও সেলুন মালিক লোকনাথ শীলকে আটক করা হয়। লোকনাথ শীল পানেশ শীলের ছেলে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

তিনি আরো জানান, সঞ্জয় রায়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫