Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১৮:৪৭

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত

কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম রেল পথে চলাচলকারী কন্টেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশের পথে একটি বগি লাইনচ্যুত হয়েছে। 

আজ রবিবার (২৬ জুন) বিকেল এ ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার জসীম উদ্দিন জানান, কন্টেইনার ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশের সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাঘাত ঘটে। তবে এখন ঢাকা- চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

কন্টেইনার ট্রেনটি ১৮টি বগি নিয়ে পাঘাচং স্টেশনে চলে যায়। বাকি ১৩টি বগি উদ্ধারের জন্য আখাউড়া রেলস্টেশন থেকে রিলিফ ট্রেন আসছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫