বাসের ধাক্কায় ভাঙলো পদ্মা সেতুর টোল প্লাজার দুটি ব্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২২, ১৯:২১

পদ্মা সেতুর টোল প্লাজা। ফাইল ছবি
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়েছে।
আজ রবিবার (২৬ জুন) সকাল থেকে এ সেতুতে যান চলাচল শুরুর প্রধম দিনেই বিআরটিসি বাসের ধাক্কায় টোল প্লাজার দুটি ব্যারিয়ার ভেঙে গেছে। পদ্মা সেতুর মাওয়া টোল পয়েন্টে দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
তবে এ ব্যাপারে পদ্মা সেতুর টোল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, সকাল পৌনে ছয়টার দিকে পদ্মা সেতুর দুই প্রান্তের টোল প্লাজাগুলো চালু হওয়ার পর প্রথম সাড়ে ৮ ঘণ্টায় মাওয়া টোল প্লাজায় প্রথম ৪৭ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। মাওয়া প্রান্ত থেকে যানবাহন পার হয়েছে সাড়ে ৪ হাজার।
বিকেল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন।
তিনি বলেন, আজকে মাওয়া থেকে মোট ৪৬ লাখ ৮৯ হাজার ৭৫০ টাকা টোল আদায় করা হয়েছে।
সেতুর জাজিরা প্রান্তের টোল ব্যবস্থাপক কামাল হোসেন জানান, বেলা ২টা পর্যন্ত ওই প্রান্ত দিয়ে ঢাকার দিকে গেছে ৬ হাজার ৭৬২টি যানবাহন, তাতে টোল উঠছে ৩৫ লাখ ৯ হাজার ২৬০ টাকার।
এই আট ঘণ্টায় মাওয়া প্রান্তে টোল দিয়ে ৮ হাজার ৪০০ যানবাহন দক্ষিণাঞ্চলের দিকে গেছে বলে এ প্রান্তের টোল ম্যানেজার হাসিবুর রহমান জানিয়েছেন।
সেতুর মাওয়া পয়েন্টে বসানো ৭টি টোল বুথের মধ্যে পাঁচটিতে টোল আদায় করা হয় এদিন। এর মধ্যে মালামাল-বোঝাই ট্রাকের জন্য দুটি লেন, মোটরসাইকেলের জন্য একটি এবং ব্যক্তিগত গাড়ির জন্য একটি লেন রাখা হয়েছে।