Logo
×

Follow Us

বাংলাদেশ

পুলিশের কাছে ধরা দিল পালিয়ে আসা রোহিঙ্গা যুবক

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২২, ২১:০২

পুলিশের কাছে ধরা দিল পালিয়ে আসা রোহিঙ্গা যুবক

ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র। ছবি: নোয়াখালী প্রতিনিধি

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসে স্বইচ্ছায় নোয়াখালীর সুধারাম থানার পুলিশের কাছে ধরা দিয়েছেন এক রোহিঙ্গা যুবক।

ওই রোহিঙ্গা যুবকের নাম নুরুল কবির (২৮)। তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরের নুরুল ইসলামের ছেলে।

আজ রবিবার (২৬ জুন) দুপুর ২টার দিকে পুলিশ পাহারায় আটককৃত রোহিঙ্গা যুবককে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার সুধারাম থানায় স্বইচ্ছায় ধরা দেয়।

সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শনিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এক রোহিঙ্গা যুবক ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে যাওয়ার জন্য পালিয়ে এসে সুধারম থানায় ধরা দেয়। পরে রবিবার দুপুর ২টার দিকে তাকে পুলিশ পাহারায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে পাঠানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫