Logo
×

Follow Us

বাংলাদেশ

পদ্মা সেতুতে প্রাণ গেল ২ যুবকের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২২, ২৩:১২

পদ্মা সেতুতে প্রাণ গেল ২ যুবকের

আহত একজন সেতুর ওপর পড়ে আছেন। ছবি- সংগৃহীত

পদ্মা সেতু উদ্বোধনের পর যান চলাচলের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক মারা গেছেন।

আজ রবিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই যুবক হলেন- মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্বোধনের একদিনের মাথায় সেতুটিতে প্রথম এ দুর্ঘটনা ঘটলো। আজ রবিবার (২৬ জুন) ভোর থেকেই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আহত দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের দাগ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‌‘দুর্ঘটনার বিষয়টি জেনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫