Logo
×

Follow Us

বাংলাদেশ

সৌদিতে পৌঁছেছেন ৪০ হাজার ২০০ হজযাত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৮:৪০

সৌদিতে পৌঁছেছেন ৪০ হাজার ২০০ হজযাত্রী

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চলতি বছর আজ সোমবার (২৭ জুন) রাত ২টা পর্যন্ত ৪০ হাজার ২০০ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ৮১৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি গেছেন।

 হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। 

বাংলাদেশি হজযাত্রীরা মোট ১১২টি ফ্লাইটে সৌদি গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৪টি, সৌদি এয়ারলাইন্স ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পাঁচটি ফ্লাইট পরিচালনা করেছে।

জানা গেছে, বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এপর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির।

সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে হজ প্রশাসনিক দলের দলনেতা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসানের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় মিনা ও আরাফাতে যাতায়াত ব্যবস্থাসহ মিনায় তাঁবু ব্যবস্থাপনার উপর বিস্তারিত আলোচনা করা হয়। 

এসময় অন্যদের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, মক্কাস্থ মৌসুমী হজ অফিসার, প্রশাসনিক, চিকিৎসক এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করতে সৌদি যাবেন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট আগামী ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫