
খামারি জাকির খানের আদরের গরুর নাম বিমান (ছবি : সংগৃহীত)
এমন একটি বিমানের
সন্ধান পাওয়া গেছে যা কিনা আকাশে ওড়ে না। আকাশে ওড়ানো না গেলেও পরম যত্নে কোরবানির
হাটে তুলতে লালন-পালন করা হচ্ছে বিমানকে। গাজীপুরের কালিয়াকৈরের খামারি জাকির খানের
আদরের গরুর নাম বিমান। শারীরিক গঠন ও ভিন্ন নামের কারণে ইতোমধ্যে বিমান নজর কেড়েছে
সবার।
জানা গেছে, উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি।
লম্বায় ১৩ ফুট। আর ওজন প্রায় ৪২ মণ। এই বিমানের দেখা মিলবে গাজীপুরের কালিয়াকৈর
উপজেলার মেদী আশুলাই গ্রামের জাকির খানের খামারে। তবে কোরবানির হাটে তুলতে বেশ
কয়েকটি গরু লালনপালন করা হলেও খামারের প্রধান আকর্ষণ ফিজিয়ান জাতের ষাঁড়টি।
স্থানীয় পশুরহাট থেকে ১ লাখ ১২ হাজার টাকায় গরুটি কেনেন তিনি। কয়েক বছর লালনপালন
করে এর ওজন দাঁড়িয়েছে প্রায় ৪২ মণে।
কোরবানির ঈদে বিমানের
মূল্য ১৪ লাখ টাকা বলে জানিয়েছেন খামারি জাকির খান।
বিমানকে খাওয়ানো হয় ভুসি, ছোলা, ভুট্টা, গম, ভাত, খড় ও সবুজ ঘাস। প্রতিদিন
খরচ হয় ১ হাজার থেকে ১৩শ’ টাকা। এরই মধ্যে হইচই ফেলা গরুটি দেখতে ভিড় জমান আশপাশের
এলাকার মানুষ।
গাজীপুরের কালিয়াকৈর অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান মিয়া জানান, কোরবানির ঈদ ঘিরে গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ২৫ হাজার পশু
লালনপালন করছেন খামারিরা। বাজারদর ভালো পেলে লাভের আশা করছেন তারা।