
ফাইল ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন
করে আরো ২ হাজার ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই সাথে করোনা আক্রান্ত ২ জনের মৃত্যু
হয়েছে।
আজ সোমবার (২৭ জুন) নিয়মিত
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল থেকে আজ সকাল ৮টা
পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের
হার ১৫ দশমিক ২০ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত
রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৪২ জনের মৃত্যু
হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন
আরো ১৭৯ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন সেরে উঠেছেন।
গতকাল নতুন রোগী শনাক্ত হয়েছিল
১ হাজার ৬৮০ জন। শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৬৬ শতাংশ।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের
দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে।
ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নেমে এসেছিল। গত ৫ মে দৈনিক
শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন।
তবে গত ২২ মের পর থেকে শনাক্ত
রোগীর সংখ্যা আবারো বাড়ছে। ১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা গত ১২ জুন
আবার ১০০ ছাড়িয়ে যায়। ১২ দিনের মাথায় তা দেড় হাজারের ঘরও ছাড়ায়।