Logo
×

Follow Us

বাংলাদেশ

পদ্মা সেতুতে উল্টে গেলো পেঁয়াজবাহী ট্রাক, আহত ৩

Icon

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২২, ১৯:১০

পদ্মা সেতুতে উল্টে গেলো পেঁয়াজবাহী ট্রাক, আহত ৩

ছবি : সংগৃহীত

পদ্মা সেতু চলাচলের দ্বিতীয় দিনে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিনজন আহত হয়েছেন।

আজ সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এদুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ‘ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫