
খুলনা জেলার মানচিত্র
খুলনা নগরীতে অভিযান চলানোর সময় আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় দুজনকে আটক করে পুলিশ। গতকাল সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- খান জাহান আলী থানার পুলিশ পরিদর্শক তদন্ত শাহারিয়ার হাসান, উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম রাকিব ও কনস্টেবল মাহাবুব ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন- নগরীর পূর্ব বানিয়াখামার বড় মসজিদের মোড় এলাকার ইসমাইল হোসাইন ও ইব্রাহিম হোসাইন।
বিষয়টি নিশ্চিত করে খান জাহান আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান জানান, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর পথের বাজার চেকপোস্ট থেকে খায়রুল (৩০) নামে এক যুবককে ৫০০ গ্রাম গান পাউডারসহ গ্রেপ্তার করা হয়। পরে রাত ৯টার দিকে খায়রুলের দেয়া তথ্য অনুযায়ী নগরীর পূর্ব বানিয়াখামার বড় মসজিদের মোড়ে অভিযান চালানো হয়।
তিনি বলেন, এসময় ইসমাইল হোসাইন ও ইব্রাহিম হোসাইন নামে দুইজনকে আটক করা হয়। এসময় খায়রুলের বাবা লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা করে এবং গাড়ি ভাঙচুর করেন তারা। এতে তিন পুলিশ আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, খান জাহান আলী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। সেখানে তাদের সাথে আসামির আত্মীয় স্বজনদের ঝামেলা হয়।