Logo
×

Follow Us

বাংলাদেশ

পাবনায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২২, ১৩:৩৭

পাবনায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত হেলপার। ছবি: পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলা দোগাছি ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কে চক-দুবলিয়ায় নামক স্থানে ইঞ্জিল চালিত ভটভটি উল্টে গাড়ির হেলপারের নিহত হয়েছে। এসময় গাড়ির চালক ও আরো এক হেলপার আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আজ মঙ্গলবার (২৮ জুন) সকালে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত গাড়ির হেলপার মো. সাকিল হোসেন (১৬)  দোগাছির মুনিবপুর গ্রামের আদালত প্রামানিকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আবুল কালাম বলেন, এই সকল অবৈধ যানবাহন সড়কে চলাচল করার কারণে অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়কে অবৈধ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫