Logo
×

Follow Us

বাংলাদেশ

পদ্মা সেতুতে মোটরসাইকেল বহনকারী পিকআপ চলাচল নিষিদ্ধ

Icon

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২২, ১৩:৩৯

পদ্মা সেতুতে মোটরসাইকেল বহনকারী পিকআপ চলাচল নিষিদ্ধ

গতকাল রবিবার পিকআপে মোটরসাইকেল তুলে এভাবেই সেতু পার হন বাইকাররা। ছবি: সংগৃহীত

উদ্বোধনের পরদিন গত রবিবার (২৬ জুন) যান চলাচলের জন্য উন্মুক্ত করা দেওয়া হয় পদ্মা সেতু। এদিন সেতুর ওপর সেতুর নাট-বল্টু খুলে ফেলাসহ এক মোটরসাইকেল দুর্ঘটনাও ঘটে। এ দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা যাওয়ার পর বিশৃঙ্খলা রোধে তৎপর হয়েছে প্রশাসন।

পদ্মা সেতুর ওপর শৃঙ্খলা ফেরাতে গতকাল সোমবার (২৭ জুন) সকাল থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

তবে এরপর দেখা যায় নিষেধাজ্ঞার মধ্যে পিকআপে মোটরসাইকেল তুলে নিয়ে কৌশলে সেতু পার হচ্ছিলেন চালকরা। এ কারণে আজ মঙ্গলবার (২৮ জুন) পদ্মা সেতুতে মোটরসাইকেল বহনকারী পিকআপ চলাচল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। 

আজ মঙ্গলবার সকালে এ নিষেধাজ্ঞা জারি করে সেতু কর্তৃপক্ষ।

এর আগে গতকাল সোমবার (২৭ জুন) সকাল থেকে ৪০০ টাকা ভাড়ায় পিকআপে করে মোটরসাইকেল পাড় করে অনেকেই। পরে দুপুরে মাওয়া টোল প্লাজায় পিকআপে করে মোটরসাইকেল পারাপার আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫